সাবধান! এডসেন্স ব্যবহারের ক্ষেত্রে যে কাজ কখনোই করবেন না!
এডসেন্স নিয়ে কাজ করতে যাঁরা আগ্রহী, তাঁরা একটা কমন প্রশ্ন করে থাকেন। প্রশ্নটি হল- আইপি চেঞ্জ করবো কীভাবে? আমি তাঁদের উদ্দেশ্য বুঝি, তাঁরা আইপি চেঞ্জ করে নিজের সাইটের এড-এ নিজে ক্লিক করতে চান। আপনি যদি এরকম ইচ্ছে করে থাকেন, তাহলে আপনাকে সাবধান করে দিচ্ছি। যদি ভেবে থাকেন আইপি চেঞ্জ করে নিজের সাইটে নিজেই ক্লিক করে বড়লোক হয়ে যাবেন, তাহলে আপনি ভ্রান্তির মধ্যে আছেন। Google কী জিনিস আপনার ধারণা থাকার কথা; নিজে নিজে ক্লিক করে গুগোলকে ফাঁকি দিতে পারবেন? আপনার কী মনে হয়? এডসেন্স নিয়ে কাজ করতে গিয়ে যে কাজগুলো আপনাকে কখনোই করা যাবে না তার তালিকা দেখুন- ১) নিজের এড-এ ক্লিক করা। এমনকি ইন্টারনেট সংযোগের আইপি বা কম্পিউটারের ফিজিক্যাল এড্রেস চেঞ্জ করেও নয়। ২) এড গোপন করা। এমন যদি করে থাকেন যে আপনার সাইটের সাথে এড-এর ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট কালার উভয়টিই মিলিয়ে দিয়েছেন, যাতে কেউ না দেখে ভুল করে ক্লিক করে এই আশায়! ৩) ক্লিক ভিক্ষা চাওয়া। এড-এর আশেপাশে লিখে দিলেন এরকম- ‘ প্লিজ এখানে ক্লিক করুন! ’; ভুলেও এ কাজ করতে যাবেন না। Google চায় বৈধ ক্লিক, অবৈ...