Posts

সাবধান! এডসেন্স ব্যবহারের ক্ষেত্রে যে কাজ কখনোই করবেন না!

এডসেন্স  নিয়ে কাজ করতে যাঁরা আগ্রহী, তাঁরা একটা কমন প্রশ্ন করে থাকেন। প্রশ্নটি হল-  আইপি চেঞ্জ করবো কীভাবে?  আমি তাঁদের উদ্দেশ্য বুঝি, তাঁরা আইপি চেঞ্জ করে নিজের সাইটের এড-এ নিজে ক্লিক করতে চান। আপনি যদি এরকম ইচ্ছে করে থাকেন, তাহলে আপনাকে সাবধান করে দিচ্ছি। যদি ভেবে থাকেন আইপি চেঞ্জ করে নিজের সাইটে নিজেই ক্লিক করে বড়লোক হয়ে যাবেন, তাহলে আপনি ভ্রান্তির মধ্যে আছেন। Google কী জিনিস আপনার ধারণা থাকার কথা; নিজে নিজে ক্লিক করে গুগোলকে ফাঁকি দিতে পারবেন? আপনার কী মনে হয়? এডসেন্স নিয়ে কাজ করতে গিয়ে যে কাজগুলো আপনাকে কখনোই করা যাবে না তার তালিকা দেখুন- ১)  নিজের এড-এ ক্লিক করা।  এমনকি ইন্টারনেট সংযোগের আইপি বা কম্পিউটারের ফিজিক্যাল এড্রেস চেঞ্জ করেও নয়। ২)  এড গোপন করা।  এমন যদি করে থাকেন যে আপনার সাইটের সাথে এড-এর ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট কালার উভয়টিই মিলিয়ে দিয়েছেন, যাতে কেউ না দেখে ভুল করে ক্লিক করে এই আশায়! ৩)  ক্লিক ভিক্ষা চাওয়া।  এড-এর আশেপাশে লিখে দিলেন এরকম- ‘ প্লিজ এখানে ক্লিক করুন! ’; ভুলেও এ কাজ করতে যাবেন না। Google চায় বৈধ ক্লিক, অবৈধ বা অনুরোধে ঢেঁকী গেলা ক্লিক নয়। ৪)  কোড চে

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিড়ম্বনা!

ফ্রিল্যান্সিং কি? বর্তমান সময়ে আমাদের দেশে তরুণদের কাছে সবচেয়ে আলোচিত বিষয় ‘ফ্রিল্যান্সিং’। ফ্রিল্যান্সিং এর বাংলা অর্থ হচ্ছে মুক্তভাবে কাজ করা। অনেকেই প্রশ্ন করে থাকেন, ফ্রিল্যান্সিং কি অনলাইনে করতে হয়? আরে ভাই, না। শুনুন তাহলে। মনে করুন, আপনি একজন ইলেক্ট্রিশিয়ান। আপনি নতুন নির্মিত বিভিন্ন কোম্পানীর বিল্ডিংয়ের ওয়ারিং করেন চুক্তিতে বা মানুষের বাসায় গিয়েও ইলেক্ট্রিক কাজ করে থাকেন। এমনিভাবে, কোন ইঞ্জিনিয়ার, ডিজাইনার স্বাধীনভাবে যেকোন জায়গায় কাজ করার প্রক্রিয়াকে ফ্রিল্যান্সিং বলে। আর যারা এভাবে কাজ করেনা তাদেরকে ফ্রিল্যান্সার বলে। ফ্রিল্যান্সার আউটসোর্সিং কি? আউটসোর্সিং এর বাংলা অর্থ হচ্ছে অন্য উপায়ে কাজ করানো। নতুনরা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যকার পার্থক্যটা ধরতে অসুবিধায় পড়ে যান। যেমন, কোন কন্ট্রাকটার কাজের কন্ট্রাক নিয়ে মিস্ত্রি বা শ্রমিক দিয়ে কাজ করিয়ে দেন। তেমনি মার্কেটপ্লেসে যারা আছেন সবাই তো কাজ পারেন না। অতএব তারা আউটসোর্সিং করেন। মানে ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করিয়ে নেন। অনলাইনে ইনকাম করা যায়? বর্তমানে যুগ, তথ্য প্রযুক্তির যুগ। আমরা আগে যে কাজ ছোট্ট একটি গ্